ড. মোঃ মোস্তাফিজুর রহমান
সদস্য (সচিব) - শিল্প ও শক্তি বিভাগ, বাংলাদেশ পরিকল্পনা কমিশন
ড. মোঃ মোস্তাফিজুর রহমান ফেব্রুয়ারী ২৮,২০২৪ তারিখে সচিব পদে পদোন্নতি লাভ করে সদস্য (সচিব), বাংলাদেশ পরিকল্পনা কমিশনে পদায়িত হন। বর্তমানে তিনি বাংলাদেশ পরিকল্পনা কমিশনের শিল্প ও শক্তি বিভাগের সদস্য (সচিব) হিসেবে দায়িত্ব পালন করছেন। ড. মোঃ মোস্তাফিজুর রহমান গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায় জাঙ্গালিয়া ইউনিয়নের নরুন গ্রামে ০২ ফেব্রুয়ারী ১৯৬৭ সালে জন্মগ্রহণ করেন।
তিনি নিজ গ্রামে অবস্থিত নরুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া শুরু করেন। নরুন উচ্চ বিদ্যালয় হতে ১৯৮২ সালে এসএসসি পাশ করেন। গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ হতে ১৯৮৪ সালে তিনি এইচএসসি পাশ করে ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৯৮৪-৮৫ সেশন কৃষি অনুষদে ভর্তি হন।১৯৮৭-৮৮ সেশনে বিএসসিএজি(অনার্স) ডিগ্রি অর্জন করেন। ১৯৮৯-৯০ সেশনে একই বিশ্ববিদ্যালয়ের হর্টিকালচার বিভাগ হতে এমএসসি (এজি) ডিগ্রি অর্জন করেন।
তিনি ২০০১ সালে উচ্চ শিক্ষার্থে জাপান সরকারের অত্যন্ত সম্মানজনক 'মনবশু' বৃত্তি নিয়ে জাপান গমন করেন এবং ২০০৩ সালে জাপানের কচি বিশ্ববিদ্যালয় হতে ফরেস্ট সাইন্স বিষয়ে কৃতিত্বের সাথে এমএসসি ডিগ্রি এবং পরবর্তীতে ২০০৬ সালে একই বিষয়ে উক্ত বিশ্ববিদ্যালয় হতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
তিনি এপ্রিল ১৯৯৪ সালে ১৩ তম বিসিএস এর মাধ্যমে প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে সরকারি চাকুরীতে যোগদান করেন। এপ্রিল ১৯৯৪ এ তিনি সহকারী প্রধান (সহকারী সচিব) হিসেবে কৃষি মন্ত্রণালয়ে যোগদান করেন এবং ২০০০ সাল পর্যন্ত কৃষি মন্ত্রণালয়ে সহকারী প্রধান হিসেবে কর্মরত ছিলেন। ২০০১ সালে সিনিয়র সহকারী প্রধান (সিনিয়র সহকারী সচিব) হিসেবে পরিকল্পনা কমিশনে আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগে যোগদান করেন। অক্টোবর ২০০১ সময়ে ডেপুটেশন নিয়ে তিনি উচ্চ শিক্ষার্থে জাপান গমন এবং অক্টোবর ২০০৬ সাল পর্যন্ত জাপানের কচি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
বিদেশে উচ্চ শিক্ষা সমাপ্ত করে ২০০৬ সালের অক্টোবর মাসে দেশে ফিরে পুনরায় তিনি কৃষি মন্ত্রণালয়ে যোগদান করেন এবং ২০১৫ সাল পর্যন্ত কৃষি মন্ত্রণালয়ে কর্মরত থাকেন। জুন ২০১৫ সালে যুগ্মপ্রধান (যুগ্মসচিব) হিসেবে তিনি বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগে যোগদান করেন এবং আগষ্ট ২০১৯ পর্যন্ত উক্ত বিভাগে কাজ করেন। তাছাড়া তিনি আগষ্ট ২০১৯ থেকে সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত শিল্প ও শক্তি বিভাগে যুগ্মপ্রধান হিসেবে এবং সেপ্টেম্বর ২০২০ হতে আগষ্ট ২০২২ পর্যন্ত আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগে উইং প্রধান (যুগ্মসচিব/অতি:সচিব) হিসেবে কর্মরত থাকেন। উল্লেখ্য সেপ্টেম্বর ২০২১ এ তিনি অতিরিক্ত সচিব পদে পদোন্নতি লাভ করেন। আগষ্ট ২০২২ হতে ফেব্রুয়ারী ২০২৪ পর্যন্ত তিনি শিল্প ও শক্তি বিভাগের প্রধান (অতিরিক্ত সচিব) এর দায়িত্ব পালন করেন। ফেব্রুয়ারী ২৮,২০২৪ তারিখে তিনি সচিব পদে পদোন্নতি লাভ করে সদস্য (সচিব) হিসেবে বাংলাদেশ পরিকল্পনা কমিশনে পদায়িত হন।