Wellcome to National Portal
পরিকল্পনা কমিশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১২ মার্চ ২০২৪

মাননীয় প্রতিমন্ত্রী

মোঃ শহীদুজ্জামান সরকার, এমপি

মাননীয় প্রতিমন্ত্রী, পরিকল্পনা মন্ত্রণালয়

 

মোঃ শহীদুজ্জামান সরকার ১৯৫৫ সালের ১৩ ডিসেম্বর নওগাঁ জেলার বীরগ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা আতাউর রহমান সরকার এবং মাতা-মোসাম্মৎ রওশন আরা বেগম। তাঁর স্ত্রীর নাম লায়লা আরজুমান্দ বানু।

 

মোঃ শহীদুজ্জামান সরকার নওগাঁর পত্নীতলার মল্লিকপুর হাইস্কুল থেকে এসএসসি এবং নওগাঁ বিএমসি কলেজ থেকে এইচএসসি পাস করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অব জুরিসপ্রুডেন্সে সম্মানসহ মাস্টার্স অব জুরিসপ্রুডেন্স ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৮৬ সালে সহকারী জজের পদ থেকে ইস্তফা প্রদান করে আইন পেশার পাশাপাশি রাজনীতির সাথে সম্পৃক্ত হন।

 

মোঃ শহীদুজ্জামান সরকার বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে ৫ম ও ৯ম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সংসদ-সদস্য নির্বাচিত হন। তিনি ৫ম জাতীয় সংসদে ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, ৯ম জাতীয় সংসদে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং পিটিশন কমিটির সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

 

মোঃ শহীদুজ্জামান সরকার ২০১৪ সালের ৫ জানুয়ারি ১০ম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে সংসদ-সদস্য নির্বাচিত হন। ১০ম জাতীয় সংসদে তিনি জাতীয় সংসদের হুইপ ও সরকারী প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

মোঃ শহীদুজ্জামান সরকার একাদশ জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন।

 

তিনি দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। উল্লেখ্য, জাতীয় নির্বাচনে ৪৭ নওগাঁ-২ (ধামইরহাট ও পত্নীতলা) আসনের একজন বৈধ প্রার্থীর মৃত্যুজনিত কারণে ভোট ০৭ জানুয়ারি, ২০২৪ খ্রি. এর পরিবর্তে পুনঃ তফসিল করে ১২ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি. তারিখে অনুষ্ঠিত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ০১ মার্চ, ২০২৪ খ্রি. তারিখে মোঃ শহীদুজ্জামান সরকার'কে প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগদান করেন। বর্তমানে তিনি পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

মোঃ শহীদুজ্জামান নিজ এলাকায় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তিনি জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) এর সদস্য হিসেবে দুই মেয়াদে দায়িত্ব পালন করেন।

 

তিনি ইংরেজি ও হিন্দি ভাষায় দক্ষ। তিনি ভারত, ভুটান, যুক্তরাষ্ট্র, কেনিয়া, সুইজারল্যান্ড, নেপাল, সিঙ্গাপুর, পাকিস্তান, জাপান, ইতালি, থাইল্যান্ড এবং সৌদি আরব ভ্রমণ করেছেন।

 

মোঃ শহীদুজ্জামান সরকার দুই পুত্র সন্তানের জনক। বই পড়া ও ভ্রমণ করা তাঁর প্রিয় শখ।